কোচবিহার ১: পুজোর আগেই টোটোর বিরুদ্ধে বিশেষ অভিযান কোচবিহার শহরে, উপস্থিত DySP ট্রাফিক
পুজোর আগেই কোচবিহার শহরে টোটোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হলো কোচবিহার জেলা পুলিশের সদর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এদিন এই অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অঙ্কুর সিংহ রায়। মূলত নো পার্কিং জোনে টোটো দাঁড় করানো, লুকিং গ্লাস বা ব্যাকলাইট ছাড়া টোটো গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন এ প্রসঙ্গে ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অঙ্কুর সিংহ রায় জানান, এই ধরনের অভিযান লাগাতার চলবে।