করিমপুর ২: করিমপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দ্রুত SIR ফর্ম জমা করার জন্য মাইকিং করে প্রচার চালানো হচ্ছে
রাজ্যজুড়ে চলছে এসআইআর আতঙ্ক, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআই এর ফরম ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া দ্রুত করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিএলো দের এমনই অভিযোগ উঠছে, বেশ কয়েকজন BLO -র মৃত্যুর খবরও উঠে আসছে। তাই দ্রুত এসআইআরের ফরম পূরণ করে বি এল ওর কাছে জমা করার জন্য করিমপুর দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাত পর্যন্ত প্রচার চালানো হচ্ছে। আগামী কালকের মধ্যেই বি এল ওর কাছে ফরম জমা দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে মাইকিং করে।