গলসি ২: গলসি ২ নম্বর ব্লকে খানো পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প
গলসি ২ নম্বর ব্লকে খানো পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। মূলত খানো ও বড়সোনা গ্রামের ৩০,৩১,৩২ নম্বর বুথের মানুষদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে এই ক্যাম্প। ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকেন সাধারণ মানুষের সমস্যার কথা নথি করার জন্য। বুথ প্রতি বরাদ্দ ১০ লক্ষ টাকায় এলাকার সমস্যার সমাধান করা হবে বলে জানা গেছে।