বহরমপুর: করিমপুরে পথ দুর্ঘটনায় জখম যুবককে বহরমপুরMMC&H থেকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয় চিকিৎসার জন্য
সবজি বিক্রি করে বাইকে করে বাড়ি ফেরার পথে করিমপুরে লরির ধাক্কায় গুরুতর জখম সাঈদ মোল্লা নামে এক যুবক, গতকালকের ঘটনার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে এলে সেখানে চিকিৎসার পর আজ তাকে কলকাতার উদ্দেশ্যে পাঠানো হয় চিকিৎসার জন্য