বাসন্তী: শিক্ষক অমল নায়েকের উদ্যোগে চম্পা মহিলা সোসাইটি মৎস্যজীবীদের জন্য ১০-১২ রকম বীজ উপাদান উপহার দিলেন।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনে গোসাবা বালি এলাকায় শনিবার সকাল দশটা নাগাদ শিক্ষক অমল নায়েকের উদ্যোগে চম্পা মহিলা সোসাইটি তে একটি ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংস্থা র সহযোগিতাই পুষ্টি বাগান করার জন্য বাঘ বিধবা মা ও বাঘে আক্রান্ত মৎস্যজীবীদের ১০ থেকে ১২ রকমের বিদেশী বিজ দেওয়া হয় অপুষ্টি নিবারণে ও আয় বৃদ্ধির ক্ষেত্রে এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে জানালেন শিক্ষক অমল নায়েক মহাশয়। আর সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপের মাধ্যমে।