আলিপুরদুয়ার ১: আলিপুরদুয়ারে সবুজ সংঘের কালী মন্ডপে লাইট সাউন্ড শো দেখছে কাতারে কাতারে মানুষ,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিউট প্রতিমা
কালী পুজো উপলক্ষে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় বাড়ছে।বুধবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জংশনে সবুজ সংঘের মন্ডপে প্রচুর ভিড় দেখা যায় লাইট সাউন্ড শো দেখতে।সবুজ সংঘের পুজো এবছর ৪৫ বছরে পড়লো।এই ক্লাবের পক্ষ থেকে দুটো কালী পুজো করা হয়। শ্যামা কালী পুজোর সঙ্গে আয়োজন হয় মহা কালীর পুজোও। বিগত বছর গুলোয় বিভিন্ন থিমের আদলে মণ্ডপ তৈরি হলেও এবছর কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে।