বালুরঘাট: গৌরী পালবাড়ীতে রায়খর মাছ, বোয়াল মাছ, পান্তা ভাত খাইয়ে বিদায় দেওয়া হয় উমা কে
বিজয়া দশমীর সকালে দেবীকে কৈলাসে ফেরার আগে বাপের বাড়ির বিশেষ ভোগ। আর সেই ভোগেই বালুরঘাটের গৌরী পালবাড়ী পূজা মণ্ডপে বহু প্রাচীন এক অন্যরকম রীতি—পান্তা ভাতের সঙ্গে বোয়াল মাছ আর আত্রেয়ীর রাইখোর মাছ ভাজা। সঙ্গে থাকে লেবু আর কাঁচা লঙ্কা। প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্য আজও নিষ্ঠা আর ভক্তিভরে পালন করে আসছেন পালবাড়ীর পূজা কমিটি। শুধু দশমী নয়, মহানবমীর দিনও দুপুরে মাকে দেওয়া হয় অন্নভোগের সঙ্গে আত্রেয়ী নদীর রাইখোর ও বোয়াল মাছের ভাজা।