গাজোল: চলতি লরির পিছনে টোটো ধাক্কা মারার জেরে টোটো পাল্টি খেয়ে আহত হয় ১ টোটো প্যাসেঞ্জার নাবালিকা জামতলা ৫১২ জাতীয় সড়কে
Gazole, Maldah | Sep 17, 2025 একটি চলতি লরির পিছনে টোটো এসে ধাক্কা মারার জেরে টোটো পাল্টি খেয়ে আহত হয় এক টোটো প্যাসেঞ্জার নাবালিকা। এরপর আহত ওই নাবালিকা কে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত ওই টোটো প্যাসেঞ্জার নাবালিকার নাম আপনিরা খাতুন। বাড়ি গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের কাটনা গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে বুধবার বেলা একটা নাগাদ। জামতলা ৫১২ নং জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালুরঘাটের দিক থেকে গ