কুলতলি: অষ্টম দিনে পড়ল দক্ষিণবঙ্গ ডোঙ্গা মৎস্যজীবী সমিতির অবস্থান বিক্ষোভ
কুলতলীর মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে দক্ষিণবঙ্গ ডোঙ্গা মৎস্যজীবীদের অবস্থান বিক্ষোভ। কুলতলী বিটের আধিকারিকরা মৎস্যজীবীদের উপরে অযথা হয়রানি এবং তাদের উপরে অর্থের বোঝা চাপানোর প্রতিবাদে এমনই প্রতিবাদ বিক্ষোভ ও ধর্না। এ বিষয় নিয়ে সংগঠনের অন্যতম কর্মকর্তারা কি জানালেন শুনুন।