ধূপগুড়ি: নাগরাকাটার খেরকাটাতে চিতাবাঘ ধরতে সাত সাতটা খাচা পেতে রাখা হয়েছে কিন্তু চিতবাঘ আর ধরা পড়ছে না,দুশ্চিন্তায় বাসিন্দারা
নাগরাকাটার খেরকাটাতে চিতাবাঘ ধরতে সাত সাতটা খাচা পেতে রাখা হয়েছে কিন্তু চিতবাঘ আর ধরা পড়ছে না।গত একমাস ধরে এই অবস্থা চলছে প্রতন্ত্য এই এলাকাটিতে।একদিকে রাত হলেই বুনো হাতির হামলা অন্যদিকে চিতাবাঘের হানা।ভিষণ আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।উল্লেখ্য এই বস্তিতে চিতাবাঘের হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। দুইদিন আগে বুধু ওরাও নামে গরু আনতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হয়েছে। কিন্তু চিতাবাঘ ধরা পড়ছে না।এনিয়ে শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ গ্রামবাসীরা ঠিক কি বললেন শুনে নিন।