ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে শুরু হল ন্যায্য মূল্যের তারতাজা আনাজের বিক্রয় কেন্দ্র, উদ্বোধন করলেন পুলিশ সুপার
আনাজের দাম আগুন ছোঁয়া। ন্যায্য মূল্যের তরতাজা আনাজের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে বুধবার বিকেলে চালু হল ন্যায্য মূল্যের আনাজের বিক্রয় কেন্দ্র 'সুফল বাংলা বিপনি'। এদিন সুফল বাংলা বিপনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজা বিপণন বিভাগের সংস্থা পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের উদ্যোগে আনাজ বিক্রয় কেন্দ্রটি চালু করা হয়েছে। চাষিদের উৎপাদিত সবজি সরাসরি এই বিক্রয় কেন্দ্র পাওয়া যাবে।