খয়রাশোল: কৃষ্ণপুর বড়জোড়ে স্বর্গীয় রতন মন্ডল স্মরণে একদিনের ফুটবল প্রতিযোগিতা
দুবরাজপুর বিধানসভার কৃষ্ণপুর বড়জোড় গ্রামে স্বর্গীয় রতন মন্ডলের স্মৃতিতে আয়োজিত হল একদিনের ফুটবল প্রতিযোগিতা ও উপহার বিতরণ অনুষ্ঠান। রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, সমাজসেবিকা রিতা পাল, বিশিষ্ট সমাজসেবী সুখময় গড়াই ও উৎপল সাঁই সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী। প্রতিযোগিতা উপলক্ষে গ্রাম জুড়ে ছিল উৎসবের আবহ, ফুটবলপ্রেমীদের ভিড়ে মুখরিত হয় গোটা এলাকা।