ময়ূরেশ্বর ২: মহা ধুমধামের সাথে কোটাসুর পাওয়ার হাউসে পুজো দেওয়া হল বিশ্বকর্মার
আজ অর্থাৎ বুধবার বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর পাওয়ার হাউসে মহা ধুমধামের সাথে পুজো দেওয়া হলো বিশ্বকর্মার। আজ দুপুরে কোটাসুর পাওয়ার হাউসে কোটাসুর পাওয়ার হাউসের একাধিক বিদ্যুৎ কর্মীর উপস্থিতিতে পুজো দেওয়া হল বিশ্বকর্মা ঠাকুরের। আজ দুপুরে ময়ূরেশ্বরের কোটাসুর পাওয়ার হাউস থেকে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়। মূলত বিভিন্ন যন্ত্রপাতি সহ লোহার বিভিন্ন জিনিসের বিশেষ পুজো দেওয়া হয় এই বিশ্বকর্মা পূজোতে ঠিক সেই মতো কোটাসুর