গাজোল: মাদ্রাসার এক পঞ্চম শ্রেণীর ছাত্র ১ তালা সিঁড়ির উপর থেকে পড়ে গিয়ে মাথা ফেঁটে আহত হয় গাজোল রহিমপুর এলাকায় ঘটনা
Gazole, Maldah | Nov 27, 2025 এক নাবালক ছাত্র একতলা সিঁড়ির উপর থেকে পড়ে গিয়ে মাথা ফেঁটে আহত হয়। এরপর ওই ছাত্রটিকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে আহত ওই ছাত্রের নাম আবুলাস আনসারী, বয়স ১৪ বছর। রহিমপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। বাড়ি গাজোল ব্লকের খৈড়দহীন গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার বিকেল ছটা নাগাদ গাজোলের রহিমপুর মাদ্রাসার ছাদের উপর থেকে ওই ছাত্রটি সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ