নানুর: অন্নপূর্ণা অভিযানে'র মাধ্যমে কীর্ণাহার ও লাভপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সন্ত রামপাল জী সেবাদূত
বীরভূমের কীর্ণাহার থানা এলাকার ফেউগ্ৰাম ও লাভপুর থানা এলাকার বাবনা গ্ৰামের অসহায় পরিবার গুলির কাছে "অন্নপূর্ণা অভিযানে'র মাধ্যমে আশার আলো নিয়ে এলেন হরিয়ানার "সন্ত রামপাল জী"। মুনিন্দ্র ধর্মার্থ ট্রাস্টের সহোযোগিতায় এই ধরনের সেবা মূলক কার্যক্রম বর্তমানে দেশ জুড়ে বৃহৎ আকার ধারণ করেছে।তবে এই অভিযান শুধুমাত্র কীর্ণাহার বা লাভপুরই নয় সমগ্ৰ দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও হয়ে আসছে বলে জানান ওই ট্রাস্ট টির সদস্যরা। সেই মতো এদিন শিলিগুড়ি থেকে আসা।