মথুরাপুর ২: কলস যাত্রার মাধ্যমে মন্ডলপাড়া কালীমন্দির নতুন রূপে প্রজ্জিত করে আজ উদ্বোধন করা হয়
২০০ বছরের পুরোনো মন্দিরকে নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে। গঙ্গাজল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গণে। এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জানিয়েছেন আগে এই এলাকায় জঙ্গল ছিল। জঙ্গলেই চলত পুজো। পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয়। পরে ১৩৭৬ বঙ্গাব্দে, ১৯৬৯ সালে এখানে মন্দির নির্মিত হয়। কালের নিয়মে সেই