রাজগঞ্জ: জমির পাট্টা না পেয়ে মালের বিএলআরও অফিসে বিক্ষোভ দেখালো রানীচেরা চা বাগানের বলাবাড়ি ডিভিশনের শ্রমিকরা
জমির পাট্টা না পেয়ে মালের বিএলআরও অফিসে বিক্ষোভ দেখালো রানীচেরা চা বাগানের বলাবাড়ি ডিভিশনের শ্রমিকরা।শ্রমিকদের অভিযোগ এই চাবাগানের অনান্য লাইনের শ্রমিকরা পাট্টা পেলেও বালাবাড়ি ডিভিশনের প্রায় ৪৬০ জন শ্রমিক এখনও পর্যন্ত জমির পাট্টা পাননি।তাদের আরও অভিযোগ প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এদিন তারা বিএলআরও অফিসে এসে বিক্ষোভ দেখায়।