কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলের পলাশতোড়িয়া হাইস্কুলে SFI ইউনিট গঠন গঠন করা হলো শুক্রবার। "স্কুল বাঁচাও,শিক্ষা বাঁচাও"এই বার্তাকে সামনে রেখে এই দিন আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক রনিত বেরা, এই দিন ১৩ জন ছাত্রছাত্রীদের নিয়ে এই ইউনিট গঠন করা হয়,এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য স্নেহাশীষ ঘোষ,লোকাল কমিটির সভাপতি সৌভিক পাঁজা সহ অন্যান্যরা।