কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
স্কুল পড়ুয়াদের নিয়ে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করা হল কালিয়াগঞ্জে। মঙ্গলবার কালিয়াগঞ্জ পুরসভার বিবেকানন্দ পুর উৎসব ভবনে। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের তরফে কালিয়াগঞ্জের দশটি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে ওই কর্মশালার আয়োজন করা হয়। ছিলেন, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তুলিকা দাস, পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় প্রমুখ।