হলদিবাড়ি: বিনা এফআইআর-এ এক ব্যক্তিকে থানার লকাপে নিয়ে এসে মারধরের অভিযোগে চাঞ্চল্য মেখলিগঞ্জে
পারিবারিক বিবাদের জের, মেখলিগঞ্জের ভোটবাড়ির শিষারগোড়ের আব্দুল রসিদ নামে যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কোন রকম অভিযোগ ছাড়া পায়ে দঁড়ি বেঁধে ঝুলিয়ে মারার অভিযোগ। মারধর করার পর যুবক অসুস্থ হয়ে পড়লে বেগতিক দেখে গতকাল রাত ২ টার সময় পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। এমনই অভিযোগ মেখলিগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার নিন্দা প্রকাশ করেছে ভোটবাড়ির শাসক দল তৃণমূলের উপপ্রধান রেজাউল ইসলাম সরকারও।