বেআইনিভাবে দেশি মদ বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুরুলিয়া জেলার আদ্রা থানার পুলিশ। জানা যায় গতকাল সোমবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে আদ্রা থানার পুলিশ আদ্রা থানার আগুইবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি ঝুপড়ি থেকে ১০ বোতল দেশি মদ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭ টা নাগাদ আদ্রা থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম অর্জুন মাঝি, বাড়ি আদ্রা থানার আগুইবাদ গ্রামে।