কালীগঞ্জ: কালীগঞ্জের পলাশী ১ নং এবং কালীগঞ্জ গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, পরিদর্শনে MLA আলিফা আহমেদ
Kaliganj, Nadia | Oct 10, 2025 কালীগঞ্জ বিধানসভার পলাশী ১ নং এবং কালিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করা হল কালীগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে। শুক্রবার পলাশীর এক নম্বর পঞ্চায়েতের বাথানগাছি জুনিয়র হাই স্কুলে এবং কালীগঞ্জের পৃথিবীর পরিদর্শন করলেন বিধায়িকা আলিফা আহমেদ। এদিন শিবিরের সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন বিধায়িকা এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শুনলেন। শুক্রবার আনুমানিক দুপুর একটা ৫০ নাগাদ সেই ছবি উঠে এলো।