কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে বেসরকারি ভবনে SIR নিয়ে কর্মশালা তৃণমূল কংগ্রেসের
এসআইআর সংক্রান্ত দলীয় বিএলএ-দের প্রশিক্ষণ দেওয়া হল তৃণমূলের তরফে। রবিবার দুপুরে শহরের একটি বেসরকারি ভবনে ব্লক তৃণমূল কমিটির তরফে দলীয় বিএলএ- দের প্রশিক্ষণ দেওয়া হয়। ছিলেন, ব্লক তৃণমূল কনভেনর নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার প্রমুখ।