ভারত বাংলাদেশে দুই দেশের সমস্যার কারণে চিন্তার ভাঁজ কাকদ্বীপের শুটকি মাছ খুঁটি মালিকদের কারণ বাংলাদেশের বিপুল পরিমাণে শীতের সময় শুটকি মাছ যেত এখন শুটকি মাছ যাচ্ছে না বাংলাদেশে। তাই চিন্তার ভাঁজ শুটকি মাছের খুঁটি মালিকদের আগামী দিনে এই মাস যদি না বাংলাদেশের যায় তাহলে বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে খুঁটি মালিকরা।