হরিপাল: হরিপালের পঞ্চায়েত সদস্য হরেন মুর্মুর অকাল প্রয়াণে শোকের ছায়া, শেষ শ্রদ্ধা বিধায়িকা করবি মান্নার
হরিপালের পঞ্চায়েত সদস্য হরেন মুর্মুর অকাল প্রয়াণে শোকের ছায়া, শেষ শ্রদ্ধা বিধায়িকা করবি মান্নার।বৃহস্পতিবার হরিপাল ব্লকের নারায়ণপুর বাহির খণ্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য হরেন মুর্মুর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। জনপ্রিয় ও কর্মঠ এই পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হরিপালের বিধায়িকা করবি মান্না।