শীতলকুচি: বড়মরিচা বাজার সংলগ্ন রাজ্য সড়কে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম তিন। ঘটনারস্থলে পুলিশ
রবিবার ঘটনাটি ঘটে শীতলকুচি-সিতাই রাজ্য সড়কে, জানা যায় ,বাইক ও টোটোর সংঘর্ষে গুরুত্ব আহত তিন জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বাইক বড় মরিচার দিকে যাচ্ছিল সেই সময় অপরদিক থেকে আসা টোটোর সঙ্গে সংঘর্ষ হয়। এরফলে বাইকে থাকা দু'জন ও টোটো চালক জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাইক ও টোটো টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।