সালানপুরে পথশ্রী প্রকল্পের আওতায় পাঁচটি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন মেয়র বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের সামডি পঞ্চায়েতের অন্তর্গত রাধাবল্লভপুর,কল্যা পঞ্চায়েতের অন্তর্গত ডাবর গ্রাম ও ঢেড়সপুর গ্রাম,রূপনারায়ণপুর পঞ্চায়েতের আমডাঙ্গা মোড়, বাসুদেবপুর জেমার পঞ্চায়েতের বনবিডি গ্রামে এই পাঁচটি নতুন রাস্তার আজ দুপুর ৩টায় শুভ উদ্বোধন করলেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন