পাড়া: পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে বিজয়া সন্মেলনে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলো দশটি পরিবার
Para, Purulia | Oct 12, 2025 পাড়া ব্লকের নডিহা সুরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সন্মিলনীর আয়োজন করা হয়েছিল রবিবার দুপুর একটা নাগাদ। নডিহা সুরুলিয়া অঞ্চলের সুরুলিয়া হাই স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত ব্লক সভাপতি ও এলাকার বরিষ্ঠ নেতৃত্ব দের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। আসন্ন বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে বুথ স্তর গুলি কে মজবুত করতে বিশেষ বার্তা দেন বার্তা দেন নেতৃত্বরা। এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে