ময়ূরেশ্বর ২: কোটাসুরের বিজয়া ঘাটে কলা বউকে স্নান করিয়ে বিশেষ পুজোর আয়োজন
আজ মহাসপ্তমী আর আজকের সকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বিজয়া ঘাটে কলা বউকে স্নান করিয়ে সপ্তমী পুজোর শুভ সূচনা করা হলো। মূলত সপ্তমীর মহা তিথিতে কাঁধে করে দোলা নিয়ে গিয়ে তার মধ্যে থাকা কলা বউকে বিশেষ পুজো করা হয়ে থাকে ঠিক সেই রীতি রেওয়াজ কে মেনে বিভিন্ন পূজা মন্ডপের দূর্গা পূজা উদ্যোক্তারা কলা বউকে স্নান করিয়ে বিশেষ পুজো করা হলো কোটাসুরের বিজয়া ঘাটে।