কুমারগ্রাম: ৫৬তম বর্ষ কালীপুজোতে সুউচ্চ কালী প্রতিমা তৈরি করে নজর কাড়ল বারবিশার বিবেকানন্দ ক্লাব
৫৬তম বর্ষ কালীপুজোতে সুউচ্চ কালী প্রতিমা তৈরি করে নজর কাড়ল কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাব। সোমবার বিকেল নাগাদ পুজো মণ্ডপে লক্ষ্য করা গেল, সুউচ্চ প্রতিমা দেখতে সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হয়েছে, ৫৬তম বর্ষ কালীপুজো উপলক্ষে তারা ৩১ ফুট উঁচু কালী প্রতিমা তৈরি করেছেন। মঙ্গলবার থেকে বারবিশা হাইস্কুল মাঠে শুরু হবে মেলা। ১৩ দিন মেলা চলবে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।