রায়গঞ্জ: বনবিভাগের উদ্যোগে কুলিক পাখিরালয়ে শুরু পরিযায়ী পাখি গণনার কাজ উপস্থিত বনদপ্তর আধিকারীক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা
রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে বন বিভাগের উদ্যোগে শুরু হলো বার্ষিক পরিযায়ী পাখি গণনা। দুই দিন ধরে চলা এই গণনায় অংশ নিয়েছেন বনকর্মীদের পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও স্কুল-কলেজের পড়ুয়ারা। বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, এ বছর বাইরের ও ভেতরের পাখি আলাদা করে গণনা করা হবে। পাখিপ্রেমীদের দাবি, বিগত বছরের তুলনায় এবার শামুকখোলসহ একাধিক প্রজাতির সংখ্যা বেড়েছে। আবহাওয়া অনুকূল থাকায় বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে কুলিকে।