বর্ধমান ১: কালনায় SSC পরীক্ষার্থীর নোয়া খোলা নিয়ে মিথ্যা প্রচার সোশ্যাল মিডিয়ায়,বর্ধমানে প্রেস বিবৃতি দিলেন অতিরিক্ত পুলিশ সুপার
কালনায় SSC পরীক্ষার্থীর নোয়া খোলা নিয়ে মিথ্যা প্রচার সোশ্যাল মিডিয়ায়,বর্ধমানে প্রেস বিবৃতি দিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। বর্ধমানের বাদামতলার পুলিশ সুপারের দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত রবিবারের SSC পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে।যেখানে দাবি করা হচ্ছে,বর্ধমানের কালনার একটি পরীক্ষাকেন্দ্রে শাঁখা-পলা-নোয়া পরিহিতা পরীক্ষার্থীনীদের প্রবেশে বাধা দেওয়া হয়।বিষয়টি আমরা বিস্তারিত খোঁজ নিয়েছি