খোয়াই: খোয়াই বিভিন্ন এলাকার বিদ্যুৎ হীন, এলাকাবাসী বিদ্যুৎ নিগম কার্যালয় ঘেরাও করে
Khowai, Khowai | Oct 6, 2025 লক্ষ্মী পুজোর দিনে বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে কোথাও কোথাও রয়েছে ভোল্টেজ কম। এই নিয়ে বিভিন্ন এলাকার লোকজন একত্রিত হয়ে ক্রয় বিদ্যুৎ বেগম কার্যালয়ে ঘেরাও করে। তাছাড়া খোয়াই বিদ্যুৎ নিগম কার্যালয় কল সেন্টারে কোন কর্মীর দেখা নেই।