রায়গঞ্জ: সুপ্রিম কোর্টের রায়ে ফের পরীক্ষায় না বসার আবেদন নিয়ে কর্ণজোড়ায় স্কুল পরিদর্শকের দারস্থ APGTWA এর সদস্যরা
সুপ্রিম কোর্টের রায়ে ফের পরীক্ষায় না বসার আবেদন নিয়ে কর্ণজোড়ায় স্কুল পরিদর্শকের দারস্থ APGTWA এর সদস্যরা। বৃহস্পতিবার বিকালে সংগঠনের রাজ্য কমিটির কোষাধ্যক্ষ জয় প্রকাশ দাস বলেন, সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের আবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা যাতে না দিতে হয় সেই আবেদন নিয়েই তাদের ডেপুটেশন৷ কেন শিক্ষকদের বার বার পরীক্ষা দিতে হবে এটাই তারা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন। পাশাপাশি তাদের অন্যান্য কিছু দাবীও আধিকারিকের কাছে পেশ করেন তারা।