খড়গপুর ১: খড়্গপুরে বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজের রুমাল পকেট থেকে বের করে দূষণের প্রমাণ দেখালেন
সমস্ত জমি দাতাদের চাকরি দিতে হবে, কারখানাতে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে-এমন দাবিতে আজ সোমবার বিকেলে খঙ্গপুরের রূপনারায়নপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ইন্ডাস্ট্রিয়াল পার্কের গ্রাসিম কারখানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জমি দাতারা। জমি দাতা যৌথ সংগ্রাম কমিটির ডাকে এই বিক্ষোভনেতৃত্ব দেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিপ্লব ভট্ট সহ অন্যান্য নেতৃত্বরা,