কোচবিহার ১: মুখ্যমন্ত্রী কে? মহিষাসুর বলে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপি সাধারণ সম্পাদিকা
মঙ্গলবার বিজেপি জেলা কার্যালয়ের ধুমধাম এর সাথে অষ্টমী পূজার সম্পূর্ণ হল জেলা কার্যালয়। বিজেপি নেতৃত্বরা সেখানে আনন্দের সাথে দুর্গাপূজা উপভোগ করেন। একই সাথে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা বলেন আমরা পুজো করে মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে মা এই রাজ্যের অসুরকে বধ করে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি মহিষাসুরের সাথে তুলনা করেন।