শালবনিতে বিজেপির পরিবর্তন সভা। আজ শুক্রবার শালবনী বিধানসভার অন্তর্গত শালবনী তিন নাম্বার মণ্ডলের পাথর পাড়া তিন নম্বর শক্তি কেন্দ্রে আয়োজিত হয় বিজেপির পরিবর্তন সভা। নির্বাচনের আগে ব্লক এ ব্লক এ বুথে বুথে আয়োজন করা হচ্ছে বিজেপির এই পরিবর্তন সভার। এদিন বিকেলের পর সন্ধ্যার মুখে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বিজেপির তরফে আয়োজিত এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র এবং মন্ডলের একাধিক নেতৃত্বরা।