নলহাটি ১: পেহেলগাও হামলার ঘটনার জীবন্ত প্রদর্শনী দেখতে নলহাটি টাউন ক্লাবের কালী পূজো মন্ডপে ভিড় দর্শনার্থীদের
পেহেলগাও হামলার ঘটনার জীবন্ত প্রদর্শনী দেখতে নলহাটি টাউন ক্লাবের কালী পূজো মন্ডপে ভিড় দর্শনার্থীদের। আজ সন্ধ্যা ৬টা নাগদ সেই চিত্রই ধরা পরল আমাদের ক্যামেরায়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নলহাটি টাউন ক্লাবের সদস্যরা মহাসমারোহে আয়োজন করেছেন কালীপুজোর, কালীপুজো উপলক্ষে দর্শনার্থীদের আনন্দ দিতে কাশ্মীরের পেহেলগাও যে জঙ্গি হামলা হয়েছিল এবং তার জবাবে যে অপারেশন সিঁদুর হয়েছিল ভারতীয় সৈন্য দ্বারা সেই ঘটনার চিত্রই জীবন্ত মানুষ দ্বারা প্রদর্শনী হয়েছে ।