রায়গঞ্জ: সরকারি প্রকল্পের ৪ কোটি ৪২ লক্ষ টাকা বেশী টাকা ব্যক্তিগত এ্যকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে রায়গঞ্জ থেকে গ্রেফতার ২
সরকারি প্রকল্পের ৪ কোটি ৪২ লক্ষ টাকা বেশী টাকা ব্যক্তিগত এ্যকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে রায়গঞ্জ থেকে গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে পেশ। ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। সোমবার বিকালে রায়গঞ্জ আদালতের আইনজীবী পিয়াল সাহা বলেন, জেলা শাসকের দপ্তরের এক আধিকারিকের অভিযোগে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে আরও একজন মহিলা অভিযুক্ত আছেন, তাদের নাম সুব্রত চন্দ, দেবদীপ ভট্টাচার্য দুজনের বাড়ি রায়গঞ্জে। তাদের বিরুদ্ধে সরকারি ৪ কোটি ৪২ লক্ষ