রাজগঞ্জ: মুষলধারে বৃষ্টির ফলে ছাড়টন্ডু গোট বস্তিতে চার থেকে পাচশ বিঘা জমির কেটে রাখা ধান জলের তলায়, ক্ষতিগ্রস্ত ৩০টি কৃষক পরিবার
মন থার প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টির জেরে নাগরাকাটা ব্লকের ছাড়টন্ডু গোট বস্তিতে প্রায় চার থেকে পাচশ বিঘা জমির কেটে রাখা ধান এখন জলের তলায়। এরফলে ক্ষতিগ্রস্ত হল ৩০ টি কৃষক পরিবার। উল্লেখ্য মন থার প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এদিন বিকেল পাচটা পর্যন্ত বৃষ্টি চলছেই। আবহাওয়া সুত্রেই জানা গিয়েছে এই বৃষ্টি আগামী শনিবার দুপুর পর্যন্ত চলবে।উল্লেখ্য এই সময় জমির ধান পেকে গিয়েছে। তাই ধান কেটে জমিতেই শুকোতে দেওয়া হয়।