নলহাটি ১: পশ্চিমবঙ্গ বিধানসভার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির সদস্যরা পুজো দিলেন নলহাটি নলাটেশ্বরী মন্দিরে, উপস্থিত বিধায়ক
পশ্চিমবঙ্গ বিধানসভার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির সদস্যরা পুজো দিলেন নলহাটি নলাটেশ্বরী মন্দিরে। আজ সোমবার বিকেল ৪:৩০ নাগাদ ৫১ সতী পিঠের ১ সতী পিঠ নলহাটি নলাটেশ্বরী পুজো দিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির সদস্যদের ১টি দল, এই সদস্যদের মধ্যে ছিলেন উলবেরিয়া উত্তরের তৃণমূলের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, বালির তৃণমূলের বিধায়ক রানা চট্টোপাধ্যায়, কালিয়াগঞ্জ বিজেপির বিধায়ক সৌমেন রায় এবং মুর্শিদাবাদের গৌরীশংকর ঘোষ।