ক্যানিং ১: দুর্গাপুজোর কার্নিভাল থেকে বঞ্চিত হলেন ক্যানিংবাসী, কার্নিভাল হল জয়নগরের নিমপীঠে
দুর্গাপুজোর কার্নিভাল থেকে বঞ্চিত হলেন ক্যানিংবাসি। প্রতি বছরই জয়নগর লোকসভা কেন্দ্রের পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হত ক্যানিংয়ে মহকুমাশাসকের দফতরের সামনের রাস্তায়। কিন্তু এবার সেই কার্নিভাল স্থানান্তরিত হয়েছে বকুলতলা থানার নিমপীঠে। শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হয় কার্নিভাল। জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে কার্নিভালে অংশ নেয় পুজো উদ্যোক্তারা। আর এই কার্নিভাল দেখতে ভিড় জমান এলাকার হাজার হাজার মানুষ। কিন্তু সঠিক কি কারণে কার্নিভাল সরল ক্যানিং থেকে সে