পাড়া: সার ভারত কৃষক সভার পাড়া ব্লক ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হলো দুবড়া দলীয় কার্যালয়ে
Para, Purulia | Sep 23, 2025 সার ভারত কৃষক সভার পাড়া ব্লক কমিটির ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার পাড়া ব্লকের দুবড়া দলীয় কার্যালয়ে। এদিন সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে সংগঠনের সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাসুদেব মন্ডল ও সভাপতি মথুর মাহাতো। উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক কাশিনাথ ব্যানার্জি ও সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য সুনীল মাহাতো সহ অন্যান্যরা।