তুফানগঞ্জ ১: দক্ষিণ ধলপল এলাকায় গৃহবধূকে গলা কেটে খুন, অধরা খুনি, দেহ ময়না তদন্তে পাঠালো পুলিশ
সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহটি পর্যবেক্ষণের পর কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম মঙ্গলি অধিকারী (২৬) । রবিবার রাতে নিজের বাড়িতে রান্না ঘর থেকে গলাকাটা দেহ থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় মৃতার স্বামী সুকান্ত রায় কে আটক করেছে পুলিশ।