মাথাভাঙা ১: মাথাভাঙ্গা বিগ বাজেট পুজো গুলির মধ্যে অন্যতম মাথাভাঙ্গা সিটিম গ্রাউন্ড ইউনিট চলছে কালীপুজোর ব্যাপক প্রস্তুতি
মাথাভাঙ্গা শহরের বিগ বাজে পূজা গুলির মধ্যে অন্যতম মাথাভাঙ্গা সিটিম গ্রাউন্ড ইউনিট কালীপুজো। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দেখা গেল পুজোর ব্যাপক প্রস্তুতি।এবারে তাদের চোদ্দ তম বর্ষে পদার্পণ করলো। এবার তাদের পুজোর থিম বাবুই পাখির বাসা। তাদের এবারে বাজে ট ৭ লক্ষ টাকা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পূজা উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান ছাড়াও আতশবাজি এবং আলোর কার সাজি নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে জমজমাট এই পুজো।