ইন্দপুর: বৃষ্টিকে উপেক্ষা করে দশমীর রাতে ভিড় জমল ইন্দপুরে, হস্তশিল্পে সাজানো নবারুণ সংঘের মণ্ডপে দর্শনার্থীদের ঢল
বৃষ্টিকে উপেক্ষা করেই ইন্দপুরের বাংলা নবারুণ সংঘের পুজো প্যান্ডেলে দশমীর রাতে দর্শনার্থীদের ভিড়। দশমীর সন্ধে থেকে শুরু হয়েছিল ঝিরঝিরে বৃষ্টি। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই দেখা গেল দর্শনার্থীদের লম্বা লাইন। নবারুণ সঙ্ঘের এবারের দুর্গাপূজোর থিম ‘হস্তশিল্পে মা দুর্গা’। পরিবেশবান্ধব দৃষ্টিকোণ থেকে সাজানো মণ্ডপে প্রকৃতির বিভিন্ন উপাদান ব্যবহার করে তাকে সাজানো হয়েছে। মণ্ডপের প্রতিটি পরতে পরতে ফুটে উঠেছে হস্তশিল্পের নানা কৌশল ও সৃজনশীল কাজ