আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পেল স্বরূপনগরের বছর ১৪-র কিশোর শনম মন্ডল। নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর এই ছাত্র সম্প্রতি হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল ওপেন ক্যারাটে ২০২৫-এ অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো একাধিক দেশের প্রতিযোগীদের হারিয়ে সে 'কাঁথা' বিভাগে তৃতীয় এবং 'ফাইট' বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে। দত্তপাড়া গ্রাম সভার সুরিডাঙ্গা গ্রামের এই প্রতিভাবান