গাজোল: ১টি ছোট 4 চাকা মারুতি গাড়ির সঙ্গে মোটর বাইক সংঘর্ষ জেরে আহত হয় মোটরবাইক আরোহীরা ২ জন,২১ মাইল ৫১২ নং জাতীয় সড়ক এলাকায
Gazole, Maldah | Oct 20, 2025 একটি ছোট চার চাকা মারুতি গাড়ির সঙ্গে মোটর বাইকে সংঘর্ষ জেরে আহত হয় মোটরবাইক আরোহীরা দুজন। এরপর তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর তাদের অবস্থা অবনতি হলে পরে,মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। সোমবার বৈকাল চারটে নাগাদ জানা গিয়েছে আহতদের নাম ছবি লাল সরেন,বয়স ২২ বছর ও বাজার হাঁসদা বয়স ২৭ বছর। বাড়ি গাজোলের বাবুপুর গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে ২১ মাইল 512 জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে