ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তীকারী মোর্চা(JLKM) দলের ব্লক শক্তিবৃদ্ধি সভা অনুষ্ঠিত হল বাঘমুন্ডিতে। মূল অনুষ্ঠানটি হয় বাঘমুন্ডির লহরিয়াতে বুধবার বিকাল ৪ টা নাগাদ। উপস্থিত ছিলেন, জঙ্গলমহলের সভাপতি অশ্বিনী মাহাতো, পার্টির কেন্দ্রীয় সচিব তথা জঙ্গলমহলের অবজার্ভার নিবেদিতা মাহাতো, জঙ্গলমহলের যুব সভাপতি চিকু মাহাতো, জেলা সভাপতি সজল মাহাতো, জঙ্গলমহলের উপদেষ্টা কমিটির সদস্য মনোজ মাহাতো প্রমুখ। এদিন দলের পক্ষ থেকে ব্লকের মাদার ও যুব কমিটির ঘোষণা করা হয়। পাশাপাশি আগাম