খোয়াই: ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র(CITU) ১৬তম ত্রিপুরা রাজ্য সন্মেলন কে কেন্দ্র করে সিপিআইএম জেলা কার্যালয়ে রক্তদান শিবির
Khowai, Khowai | Nov 3, 2025 ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র(CITU) ১৬তম ত্রিপুরা রাজ্য সন্মেলন কে কেন্দ্র করে সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক ননী গোপাল দাস, সভাপতি বিশ্বজিৎ সিনহা, বিধায়ক নির্মল বিশ্বাস, বিভাগীয় কমিটির সদস্য সুব্রত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ২০ এর অধিক শ্রমিকরা স্বেচ্ছায় রক্তদান করেন।